গানটি নিয়ে লোপা হোসাইন বলেন, “অসম্ভব মেলোডিয়াস একটা গান। কিছু গান থাকে যা শোনামাত্রই এর সুর মনে ধরে যায়, নিজের অজান্তেই আমরা গুনগুন করে গাইতে থাকি৷ ‘সুবহান আল্লাহ’ সেরকমই একটি গান৷”
আসছে সংগীতশিল্পী লোপা হোসেইন ও বেলাল খানের নতুন গান ‘সুবহান আল্লাহ’। আজ আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশ করা হবে লোপা হোসেইনের ইউটিউব চ্যানেলে।
লোপা জানান, অনেকদিন ধরেই গানটি নিয়ে কাজ করছেন তারা। এটি লিখেছেন ও সুর করেছেন গীতিকার সিরাজুম মুনির। সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিস। এরইমধ্যে গানের রেকর্ডিংয়ের কাজ শেষ।
এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিও নির্মাতা মাহিন আওলাদের পরিচালনায় এফডিসি ও পুরান ঢাকায় করা হয়েছে শুটিং। মডেল হয়েছেন কায়েস আরজু ও শাকিলা পারভীন।
গানটি নিয়ে লোপা হোসাইন বলেন, “অসম্ভব মেলোডিয়াস একটা গান। কিছু গান থাকে যা শোনামাত্রই এর সুর মনে ধরে যায়, নিজের অজান্তেই আমরা গুনগুন করে গাইতে থাকি৷ ‘সুবহান আল্লাহ’ সেরকমই একটি গান৷ আর এই গানটি সৃষ্টির জন্য এবং আমাকে দিয়ে গাওয়ানোর জন্য এর গীতিকার ও সুরকার সীরাজুম মুনিরের কাছে কৃতজ্ঞ৷ খুবই স্মার্ট মিউজিক প্রোডাকশন করেছেন জে কে মজলিশ ভাই৷ আর বেলাল তো মেলোডি কিং। ওর সাথে আমার প্রথম গান ‘সামান্য সম্বল’ সুপারহিট হবার পর ‘বুকের মাঝে’ গানটির লিরিকাল ভিডিও প্রায় ৩ মিলিয়ন ভিউ রয়েছে ইউটিউবে। এ থেকেই বোঝা যায় আমাদের শ্রোতারা কতাটা অপেক্ষায় ছিলেন আমাদের নেক্সট ডুয়েটের।”
ভিডিও প্রসঙ্গে এই শিল্পী বলেন, “ভিডিওটা আমার প্রত্যাশার চেয়েও ভালো বানিয়েছেন মাহিন আওলাদ। এফডিসিতে সেট বানিয়ে এই ভিডিওর কাজ করা হয়েছে। কায়েস আরজু এবং শাকিলাও খুব ভালো পারফর্ম করেছে। ইনশাআল্লাহ আমাদের সবার পরিশ্রমের কাজ দর্শক পছন্দ করবে৷”
Source: The Business Standard