Shamanno Shombol By Belal Khan & Lopa Hossain | Lyrics

Shamanno Shombol | সামান্য সম্বল Song Lyrics

সবাই বলে ছাড়তে আশা কেমনে ছাড়ি বল
তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল
ভুল না সঠিক তা জানি না
দু’চোখ ভরা জল
তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল।।

সবাই বলে অবুঝ আমি বোকার স্বর্গে বাস
এই কারণে দিচ্ছে ওরা
ঝড়ের পূর্বাভাস
ঝড়ে আমার কি এসে যায়
কি উড়বে বল
তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল।।

যা ইচ্ছে বলুক সবাই
নিজের মতো করে
তোরেই শুধু বুঝি আমি
আঁকড়ে ধরে তোরে
আশা ছাড়া কেমন করে
মানুষ বাঁচে বল
তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল।।

Caption: Samanno Shombol By Lopa Hossain & Belal Khan

About Shamanno Shombol SOng:

কন্ঠঃ লোপা হোসেইন
সহশিল্পীঃ বেলাল খান
গীতিকারঃ জুলফিকার রাসেল
সুরকারঃ বেলাল খান
সংগীতায়োজনঃ মাশফিক লিটু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *