লোপার নতুন এ্যালবাম ‘আত্মা সঙ্গী’

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী, উপস্থাপিকা লোপা হোসাইন। অচিরেই আসছে তার তৃতীয় একক এ্যালবাম। নতুন এই এ্যালবামের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। আসছে রোজার ঈদে তৃতীয় একক এ্যালবাম নিয়ে হাজির হবেন তিনি। নতুন এ্যালবামের নাম দিয়েছেন ‘আত্মা সঙ্গী’। এ্যালবামে মোট আটটি গান থাকবে। সবগুলো গানের কথা এবং সুর করেছেন সীরাজুম মুনির। এছাড়া সীরাজুম মুনিরের লেখা এবং সুর করা পহেলা বৈশাখের একটি নতুন গান ভিডিও আকারে প্রকাশ করবেন বলে নিশ্চিত করেছেন লোপা হোসাইন।

লোপা বলেন, সবকিছু মিলিয়েই বেশ ব্যস্ত সময় যাচ্ছে। চ্যানেলে যেমন সময় দিতে হচ্ছে ঠিক তেমনি গানেও সময় দিতে হচ্ছে। পাশাপাশি নিজের স্বপ্নের প্রতিষ্ঠানটির জন্যও বেশ ব্যস্ততা যাচ্ছে। সবসময়ই আমাকে পাশে থেকে সহযোগিতা করছেন সীরাজুম মুনির। তার সহযোগিতা ছাড়া বর্তমান আর ভবিষ্যতটা পাড়ি দেয়া আমার জন্য কঠিনই। সীরাজুম মুনির বলেন, লোপার জন্য বেশকিছু গান লিখেছি, সুর করেছি। প্রতিটি গানের কথায় এবং সুরে শ্রোতারা নতুনত্ব তো খুঁজে পাবেন, সেই সঙ্গে শ্রোতারা নিজেদের নতুন করে আবিষ্কার করবেন। লোপার কণ্ঠে গানগুলো নতুন এক রূপ নেবে এটাই আমার বিশ্বাস।’ লোপার একক দুটি এ্যালবাম হচ্ছে ‘আঁড়ি’ ও ‘আশার ভেলা’।

এদিকে সংবাদ পাঠ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি নিজের দ্বিতীয় মাস্টার্স এবং মিডিয়া সম্পর্কিত প্রতিষ্ঠান ‘স্পট লাইট মিডিয়া হাউস’ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। আসছে এপ্রিল মাস থেকেই তারই সার্বিক তত্ত্বাবধানে শুভযাত্রা হতে যাচ্ছে লোপা হোসেইনের এই প্রতিষ্ঠানটির। আগ্রহী শিক্ষার্র্থীদের সংবাদ পাঠ, উপস্থাপনা, আরজে, রিপোর্টিং, ভিডিও মনিটরিং এবং ফটোগ্রাফি বিষয়ে শিক্ষা দেয়া হবে। এতে লোপা হোসেইনের পাশাপাশি স্বনামধন্য ব্যক্তিত্বরা শিক্ষা দিয়ে থাকবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টেলিভিশন, ফিল্ম এ্যান্ড ফটোগ্রাফি’ ডিপার্টমেন্ট থেকে দ্বিতীয়বারের মতো মাস্টার্স করছেন লোপা।

Source: Daily Janakantha