SubHanAllah Bangla Song Lyrics- (সুবহান আল্লাহ)

SubHanAllah Bangla Song lyrics- (সুবহান আল্লাহ)

এ মনে আনমনে, কত সংগোপনে
ছোট্ট এই জীবনে, কাছে এলে তুমি
বুঝিনি কখনও, অদেখা স্বপ্ন
হয়ে যাবে পূর্ণ, পাশে এলে তুমি
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ I

তোমাকে চেয়ে দু’হাত তুলেছি
তোমারই আশায় দুয়ার খুলেছি
আলো আর তুমি মিশে এসেছো
আলতো ছোঁয়াতে ভালোবেসেছো
একটাই তুমি আমার, কেউ নেই কাছে দূরে
একটাই তুমি আমার, বলি সুরে সুরে
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ I

আমার ভুবন প্রেমের রঙে রাঙিয়ে দিলে
রাঙিয়ে দিলে, তুমি রাঙিয়ে দিলে
জীবনটাকে ফুলে ফুলে তুমি সাজালে
সাজিয়ে দিলে, তুমি সাজিয়ে দিলে
একটাই তুমি আমার, থেকো আমায় জুড়ে
একটাই তুমি আমার, বলি সুরে সুরে
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ II

Caption: SubHanAllah Bangla Song By Lopa Hossain

About of Subhahallah bangla romantic song

গানঃ SubhanAllah (সুবহান আল্লাহ)
কন্ঠঃ লোপা হোসেইন ও বেলাল খান
গীতিকার ও সুরকারঃ সীরাজুম মুনির
সংগীত পরিচালনাঃ জে কে মজলিশ

listen to Subhanallah bangla romantic song:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *