Ojana Bishad song – অজানা বিষাদ

অজানা কোনো বিষাদ মাখিয়া
দেহখানি মোর ছিন্ন পালের তরীতে ভাসিয়া
ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউয়ের দোলায়
আলতো আলতো দুলিয়া দুলিয়া
পৌঁছিবে তোমার বাড়ির উঠানে
কাঁদিবে তুমি আমারে জড়িয়া
শুনিবো সবই দেখিবো সবই
কাঁদিবে আমার মনের কবি
তবুও চলিব, অচিন পথে তোমায় ছাড়িয়া ll

রাইখা যাইবা এই আমারে
নরম মাটির আন্ধার ঘরে
নিথর দেহ হইবো মাটিরে
সময় গেলে হৃদয় ক্ষত
থাকবো কি আর আগের মতো
কও না আমায় প্রাণো বন্ধুরে ll

বুকের পাঁজর যাইবো মিশিয়া
কাঁদিবে কি আর আমারে জড়িয়া
শুনিবো সবই দেখিবো সবই
কাঁদিবে আমার মনের কবি
তবুও চলিব, অচিন পথে তোমায় ছাড়িয়া ll

ছিন্ন পাতার পরশ লইয়া
যাইবা কি আর একটু ছুঁইয়া
বৃষ্টি জলের সুবাস মাইখা রে
কত স্মৃতি চোখের জলে
ঝরবো কি আর তোমার গালে
সময় গেলে প্রাণো বন্ধুরে ll

বুকের পাঁজর যাইবো মিশিয়া
কাঁদিবে কি আর আমারে জড়িয়া
শুনিবো সবই দেখিবো সবই
কাঁদিবে আমার মনের কবি
তবুও চলিব, অচিন পথে তোমায় ছাড়িয়া ll

Listen Ojana Bishad song on youtube

Song: Ojana Bishad – অজানা বিষাদ

ABout Ojana Bishad song – অজানা বিষাদ

গান:Ojana Bishad – অজানা বিষাদ
কন্ঠঃ লোপা হোসেইন
গীতিকার ও সুরকারঃ সীরাজুম মুনির
সংগীতায়োজনঃ জে কে মজলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *