Likhe Nilam Tomari Naam Lyrics (লিখে নিলাম তোমারই নাম)| Lopa hossain

Caption: Likhe Nilam Tomari Naam Song

Likhe Nilam Tomari Naam Lyrics(লিখে নিলাম তোমারই নাম)

লিখে নিলাম তোমারই নাম
মনের খাতায়
চেয়ে নিলাম শুধু তোমায়
ভালোবাসায়
কতটা ক্ষণ জুড়ে আছো
তুমি আমায়
সে কথা কি করে তোমায়
বুঝাবো হায় ll

কল্পনার দুটি পার
আজ এক হয়ে যাক
কাছে এসে দাঁড়াক
আঙ্গুল ছোঁয়ায়
চেয়ে নিলাম শুধু তোমায়
ভালোবাসায় ll

প্রিয় এক সকালে
জড়াবো স্বপ্নীল মায়া
সাগরে পা ফেলে
ভেঁজাবো তোমার ছায়া
একটু একটু করে
জুড়ে যাবো তোমাতেই  
হারিয়ে নিজেকে
বেঁচে রবো এভাবেই ll

কল্পনার দুটি পার
আজ এক হয়ে যাক
কাছে এসে দাঁড়াক
আঙ্গুল ছোঁয়ায়
চেয়ে নিলাম শুধু তোমায়
ভালোবাসায় ll

তোমাকে না পেলে জানিনা কি হবে
ছেড়ে যাবো আমি নিজেকেই
এমনও খেয়ালে কেন আছি কি ভেবে
জানি তুমি রবে আমাতেই ll

কল্পনার দুটি পার
আজ এক হয়ে যাক
কাছে এসে দাঁড়াক
আঙ্গুল ছোঁয়ায়
চেয়ে নিলাম শুধু তোমায়
ভালোবাসায় ll

Caption: Music video of Likhe Nilam Tomari Naam Song

About of Likhe nilam tomari naam song

Song Name: Likhe Nilam Tomari Naam
Singer: Lopa Hossain
Lyric & Composition: Sirajum Munir
Music Director: Naved Parvez
Direction: Tanveer Shehzad
Edit & Color : Shohag Khan
SK Model: Imran & Anisha

Listen to Likhe nilam tomari naam song:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *