Caption: Jhora Patar Kabbo Song. Img Credit: Laser Vision
Jhora Patar Kabbo lyrics – ঝরা পাতার কাব্য
ঝরাপাতার কাব্য লেখার দিন বুঝি গেলো এসে
জড়াবো তোমায় ভোরের কুয়াশা মাখা রোদ্দুরে মিশে
স্নিগ্ধ আলোয় ফুটবে ফুল আলতো শিশির ছোঁয়ায়
অনুভূতি সব মেলবে ডানা সিক্ত শীতল হাওয়ায়
আজ ইচ্ছের ডানায় এই মন ভেসে যায়
উড়ে আকাশ জুড়ে শুধু তোমার সীমানায়। ।
ভাবনায় নেই ক্লান্তির ইশারা
ধূপছায়া মাঝে স্বপ্ন বুনে যাই
পরশে তোমার শিহরণ অচেনা
সুখের আবেশ নতুন করে পাই
বেলা অবেলার মুগ্ধ ঘোরে শুধুই তোমায় চাওয়া
হাসির আড়ালে মন মন জুড়ে ঘিরে আছে সেই মায়া
আজ ইচ্ছের ডানায় এই মন ভেসে যায়
উড়ে আকাশ জুড়ে শুধু তোমার সীমানায়। ।
চুপিসারে সাদামাটা এই মন
রাঙিয়ে যাচ্ছি ভালোবাসার আদরে
খুনসুটি যেনো আলতো তুলির ছোঁয়ায়
পূর্ণ করছে আমায় প্রতি আঁচড়ে ll
About Jhora Patar Kabbo – ঝরা পাতার কাব্য Mp3:
Song Name – Jhora Patar Kabbo -ঝরা পাতার কাব্য
Singer – Lopa Hossain
Lyric & Tune – Sirajum Munir
Music Direction – Tahsin Ahmed
Album – Atma Shongi
Video Making – Evolve Art Centre
Genre – Modern
Label – Laser Vision
Leave a Reply