Atma Songi bangla Song Lyrics – (আত্না সঙ্গী)
তোর চাহিদা পাশাপাশি বাঁচবো বলে
কল্পনা নয় তোর মাঝে ভাসবো বলে
আয়না এবার এক হয়ে আয়না দেখি
জীবনকে কাছে ডাকি সব দুঃখ ভুলে
আত্মা-সঙ্গী আমার আমি তোর সঙ্গিনী
ভালোবাসার জালে হয়েছি বন্দিনী
আত্মা-সঙ্গী আমি তুই আমার সঙ্গিনী
এভাবে প্রেম হবে কখনো বুঝিনি ll
একাকী দিনগুলো সব তোর মাঝে গেলো হারিয়ে
রাতগুলো সব কাটছে ঘোর নেশায়
এ কেমন আলাপন লাগে সব আপন মন রাঙিয়ে
পেয়েছি সবই তোর ভালোবাসায়
তোর কারণে এ মনের গল্প খাতায়
লিখেছি কিছু কল্প-কাহিনী ll
জানা নেই কি করে খুব গভীরে যাচ্ছি ডুবে
ইচ্ছেগুলো সব উড়ছে বেসামাল
তোর ছোঁয়া পেতে চায় মন ইশারায় অনুভবে
কাছে এলেই কি যেন হয়ে যায়
এক জীবনের প্রিয় কিছু প্রার্থনায়
তোকে ছাড়া আর কিছুই ভাবিনি ll
About of Atma songi romantic MP3:
Song Name: Atma Songi (আত্না সঙ্গী) Singer: Asif Akbar & Lopa Hossain Lyric & Composition: Sirajum Munir Music Director: JK Majlish
Story & Direction: Chandan Roy Chowdhury DOP: Chandan Roy Chowdhury Model: Imran Khan & Susmita Sinha Edit & Colour: Chandan Roy Chowdhury Assistant Director: Md Sorowar Hossain
Leave a Reply