
ভালোবাসার উষ্ণতায় |Valobashar Ushnotay – লোপা হোসেইন
বৃষ্টি কণা হয়ে অনুভূতির গভীরে
ঝরবো তোমার ঠিকানায়
মন আকাশ জুড়ে তবু যাচ্ছে মেঘ উড়ে
বৃষ্টি কণা কেনো ঝরে না ll
একটু কাছে পেলে তোমায়
মেঘগুলো ঝরবে ভালোবাসার উষ্ণতায়
দু’হাত ধরে দু’চোখ বুজে
ভিজে যাবো তোমার ভালোবাসার বৃষ্টি কণায় ll
কিছু কিছু ইচ্ছের ডানাতে
মন ভেসে যায় হারাতে
আলো তোমার আজ আমায় দাও না
পিছু পিছু তোমার ছায়াতে
আলো হয়ে জোছনা মায়াতে
হারিয়ে যাওয়ার, পথ আমার চেনা ঠিকানায় ll
হয়তোবা মুক্ত আমি আজ
কখনো তোমায় যুক্ত আজ
স্পর্শে তোমার হবো পূর্ণ আমি আজ
ঘুমন্ত আঁধারের বুকে
হয়ে যাওয়া কিছু ভুলচুকে
পূর্ণ হবেই, আমার ভালোবাসার বৃষ্টি কণায় ll
About Valobashar Ushnotay | ভালোবাসার উষ্ণতায় Mp3:
কন্ঠঃ লোপা হোসেইন
গীতিকার ও সুরকারঃ সীরাজুম মুনির
সংগীতায়োজনঃ সাজিদ সরকার
Leave a Reply