প্রকাশ্যে এলো লোপার নতুন ভিডিও

সংগীতশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসাইন।পাশাপাশি লেখালেখিও সরাবর লোপা। আসছে একুশে বইমেলায় তার নতুন কাব্যগ্রন্থ। ‘আমার একটা তুমি চাই’ শিরোনামের গ্রন্থটি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স।

এদিকে, লোপার নতুন একটি গানের ভিডিও প্রকাশ্যে এলো গানটির নাম ‘ঝরা পাতার কাব্য’। গত ১৯ জানুয়ারি লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে এ গানের মিউজিক ভিডিওটি। গানটি নেওয়া হয়েছে লোপার তৃতীয় একক অ্যালবাম ‘আত্মা সঙ্গী’ থেকে।

গানটি নিয়ে লোপা বলেন, ‘‘ঝরা পাতার কাব্য’ গানের কথা ও সুর করেছেন আমার স্বামী সীরাজুম মুনির। একটু ঠান্ডা মেজাজের গান। শুনলে মনকে অন্যরকম ভাবনায় আবিষ্ট করে যায়। এমনটাই ফিডব্যাক পাচ্ছি শ্রোতাদের কাছ থেকে। কাছের মানুষেরাও গানটির জন্য প্রশংসা করছেন। ভালো লাগছে।

প্রসঙ্গত, আসছে অমর একুশে বইমেলায় লোপার সঙ্গে তার স্বামী সীরাজুম মুনিরেরও একটি কাব্যগ্রন্থ প্রকাশ হচ্ছে। ‘নিষিক্ত’ নামের সেই বইটিও প্রকাশ করবে দেশ পাবলিকেশন্স।

Source: Protighonta.com